আমরা সকলেই গান শুনতে ভালবাসি, কিউবা দুঃখের গান বেশি শুনে কেউ আবার ভালোবাসার গান এবং কেউ কেউ বাংলা অথবা হিন্দি ডিজে সং শুনতে ভালোবাসে।
Koto Kotha Bola Holo Na Priyo Lyrics টি সকলরেই প্রিয়।
তাই সকল গান প্রিয় মানুষদের কথা মাথায় রেখে আমরা একটি নতুন সেগমেন্ট চালু করলাম লিরিকস। যেখানে আমরা কিছু ভালো ভালো গানের লিরিক্স নিয়ে আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে কিছু কথা সকলের সাথে শেয়ার করব আশা করছি এই সেগমেন্ট আপনাদের অন্যান্য সেগমেন্টের মত ভাল লাগবে।
তাহলে দেরি না করে আজকের গান Koto Kotha Bola Holo Na Priyo Lyrics টা একবার দেখা যাক।
আজকে আমরা যে গানটি নিয়ে কথা বলবো সেটি তোমরা সকলেই একবার হলেও শুনেছ এবং গানটি আজও সকলেরই খুব প্রিয় গান। আজকে গানটি হল কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া (Koto Kotha Bola Holo Na Priyo Song)।
- Check: Je Kota Din Full Lyrics
Koto Kotha Bola Holo Na Priyo Lyrics (কত কথা বলা হলো না প্রিয়) (Bengali Version)
কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার,
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়।
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে,
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে,
ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি
জোনাকিরা আমায় ভালোবাসে।
কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়
কত সন্ধ্যের পথ অন্ধকার,
হেঁটে চলি আজ সে পথ ধরে
যে পথ আমার একার।
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল,
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল,
কথা দিয়ে ছিলে এক সুর বাঁধার
তারই খুঁজে যাই অন্তমিল।
কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার,
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়।
If you have any doubts please let me know.