আপনি কি এই ধরণের গল্পগুলি খুঁজছেন যেমন- bangla golpo, bangla sad story, bangla dhukhkher golpo, bangla real story, bangla koster golpo, notun bangla golpo, story in bengali তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন।
এখানে আমরা বিভিন্ন ধরনের বাংলা গল্প শেয়ার করব। আমরা বাঙালিরা প্রায় সবাই গল্প পড়তে পছন্দ করি।
ব্যোমকেশ রহস্য-রোমাঞ্চ থেকে শুরু করে ভালবাসার গল্প দুঃখের গল্প সব রকম গল্প আমরা পড়তে পছন্দ করি।
ব্যোমকেশ রহস্য-রোমাঞ্চ থেকে শুরু করে ভালবাসার গল্প দুঃখের গল্প সব রকম গল্প আমরা পড়তে পছন্দ করি।
Read: VITU- ( ভূত ভূত ভয় সে কি ভূত নয়)
তাই ওয়েবসাইটে আমরা আপনাদের কাছে নানা ধরনের Golpo এর সম্ভার তুলে ধরবো আর সব গুলি হবে বাংলায়।
আজকে যে গল্পটি আমরা আলোচনা করব সেটি হল একটি ভালবাসার গল্প নীরবকে কেন্দ্র করে। Bangla এই golpo টি পড়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে।
Read: Bangla Golpo Ratri
নিজের মাতৃভাষা বাংলায় যদি আপনি ভালো ভালো Bangla Golpo পড়তে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন। আমাদের এই ওয়েবসাইটে আমরা ভবিষ্যতে আরও বাংলা কবিতা বিভিন্ন লেখা এবং নানা ধরনের অন্যান্য বাংলায় কোয়েটস গুলি আলোচনা করব।
এই ওয়েবসাইটে আপনি যাতে বাংলা ভাষায় ভালো ভালো কোয়েটস, স্ট্যাটাস, গল্প-কবিতা যাতে পান সেটি আমাদের প্রচেষ্টা।
চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন, এর জন্য আপনাকে মেইল এড্রেসে যোগাযোগ করতে হবে। আজকে আমরা একটি ভালবাসার গল্প নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক।
আজকের গল্প- অসমাপ্ত আবেগ
<— অসমাপ্ত আবেগ —>
— এই সোহান ।
— হুম ।
— শুনতে পাচ্ছিস ??
— হুম ।
— হুম হুম করছিস কেন ? কথা বল ।
— হুম বলছি তো ।
— আবার !
— কি হইছে বল ।
— কেমন আছিস ?
— ভালো ।
— আমি কেমন আছি জানতে চাইবি না ?
— হুম কেমন আছিস ?
— ভালো ।
— কথা শুনে তো মনে হচ্ছে না ।
— কেন ?
— এতো আস্তে আস্তে কথা বলছিস কেনো ? কি হইছে ?
— কিছুনা ।
— বলতে না চাইলে বলার দরকার
নাই । জোর করে শুনতে চাইবো না ।
— কোথায় তুই ?
— ছাদে বসে আছি ।
— কি করিস ছাদে বসে ?
— গান শুনছি ?
— একটা গান গাইবি ?
— না ।
— তোর কি মন খারাপ ?
— কিছুটা ।
— কি হইছে ?
— জানিনা ।
— একটা গান শুনবি ?
— না ।
— তুই কি প্রেম করিস ?
— না ।
— আমার সাথে প্রেম করবি ?
— না ।
— আমার তোকে খুব ভালো লাগে ।
— তো ?
— না কিছুনা ।
— এসব কথা আমাকে আর বলবি না ।
— আচ্ছা বলবো না । তুই কি রাগ করলি ?
— রাগ করার মতো কিছু তো হয়নি । রাগ কেন করবো ?
— আচ্ছা এখন রাখি , পরে ফোন করবো । ভালো থাকিস ।
ফোন কেটে দেয় তনয়া ।
মেয়টি মনে মনে খুব ভালবাসতো
সোহানকে ।
অনেক সাহস করে আজ বলেছিল ।
কিন্তু কোন লাভ হয় নি ।
সোহান তাকে বন্ধুর মতোই দেখছে সব সময় ।
আজ ও তার ব্যতিক্রম করেনি ।
খুব কাঁদছে তনয়া । বন্ধু হিসাবেই সোহানকে দেখতো কিন্তু কেন জানি আজ ওকে প্রপোজ করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তনয়ার ।
নিরবে কাঁদছে ।
খুব একা একা ।
পৃথিবীটাকে খুব শুন্য মনে হচ্ছে ।
তনয়া আবার ফোন করে সোহানকে :
— কি করিস ?
— ছাদে বসে আছি ।
— এখনও ?
— হুম ।
— তুই কি রাগ করেছিস ?
— না রাগ করিনি । ভুলে যা এসব কথা ।
— ওকে ভুলে গেলাম । একটু হাসবি ?
— কেন ?
— তোর হাসি শুনতে ইচ্ছে করছে ।
— হি হি হি । খুশি ?
— হুম ।
— আচ্ছা এখন রাখি ,,, পরে ফোন করবো ।
** কখনও কখনও দুঃখের মাঝেও সুখ
থাকে ,, আর কখনও কখনও সুখের মাঝে ও দুঃখ থাকে **
উপসংহার-
আশা করছি আপনাদের Bangla Golpo সেগমেন্ট ই ভালো লেগেছে। কেমন লাগলো আজকের গল্পটি।
যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান আর এরকমই আরো গল্প পেতে বা আপনার নিজের গল্প এখানে পোস্ট করতে আমাদের মেইল করুন quotesinbengali@gmail.com ঠিকানায়।
Also Check :
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts please let me know.