Today in this article we will write about the Top 30+ Awesome Good Morning Quotes In Bengali (শুভ সকাল) In 2020. আমরা। আমরা সকলেই সকালে ঘুম থেকে উঠে কেউ একটু তাড়াতাড়ি কেউ আবার দেরি করে এবং আমরা সকালে অনেককে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে গুড মর্নিং উইশ করে থাকি। তাই আজকে আমরা আপনাদের জন্য সেরা তিরিশটি টি গুড মর্নিং কোয়েটস নিয়ে চলে এসেছি।
আমরা সকলে ইন্টারনেটে অথবা facebook এবং whatsapp এ বিভিন্ন good morning quotes, morning quotes in Bengali, best good morning quotes Bangla, Bangla best quotes, Suvo sokal bengali quotes এগুলি সার্চ করে থাকি। সব সময় আমরা যেগুলি পায় সাধারণত ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে।
কিন্তু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 30 টিরও বেশি Best 30+ Good Morning Quotes In Bengali. আপনি যদি বাংলা ভাষায় সেরা Good Morning Quotes গুলি পেতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ুন এখানে আমরা বিভিন্ন ধরনের Good Morning Quotes নিয়ে আলোচনা করেছি।
তাই সব রকমের Bangla Quotes, Love quotes in bengali, Sad Quotes In Bengali একই জায়গায় পেতে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন।
আরও পড়ুনঃ Top 75+ Sad Quotes In Bengali
চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সেরা good morning quotes গুলি।
আমরা সকলে ইন্টারনেটে অথবা facebook এবং whatsapp এ বিভিন্ন good morning quotes, morning quotes in Bengali, best good morning quotes Bangla, Bangla best quotes, Suvo sokal bengali quotes এগুলি সার্চ করে থাকি। সব সময় আমরা যেগুলি পায় সাধারণত ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে।
আরও দেখুনঃ Top 10 Bangla New Love Quotes
কিন্তু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 30 টিরও বেশি Best 30+ Good Morning Quotes In Bengali. আপনি যদি বাংলা ভাষায় সেরা Good Morning Quotes গুলি পেতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ুন এখানে আমরা বিভিন্ন ধরনের Good Morning Quotes নিয়ে আলোচনা করেছি।
তাই সব রকমের Bangla Quotes, Love quotes in bengali, Sad Quotes In Bengali একই জায়গায় পেতে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন।
আরও পড়ুনঃ Top 75+ Sad Quotes In Bengali
চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সেরা good morning quotes গুলি।
Best 31+ Awesome Good Morning Quotes In Bengali (শুভ সকাল) In 2020
১. আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। --সুপ্রভাত--
২. ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল কাটলো রাত , তোমাকে জানাই সুপ্রভাত।
৩. প্রতিদিন সকালে তোমার কাছে দুটো পথ খোলা আছে ! ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো ! তোমার মর্জি কোন পথে যাবে ! --সুপ্রভাত --
৪. আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে… চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে… দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।
আরও পড়ুনঃ Top 30+ Best Emotional Quotes In Bengali
৫. সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।
৬. সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।
৭. ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে, ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে। তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে। এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে। শুভ সকাল।আরও পড়ুনঃ 100+ Love Quotes In Bengali
৮. নিশি যখন ভোর হবে, সুখ তাঁরা গুলো নিভে যাবে। আসবে একটা নতুন দিন, দিন টা হোক অমলিন। শুভ হোক তোমার প্রতিদিন। শুভ সকাল।
৯. আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।
১০. সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”....... --শুভ সকাল--
১১. সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত । আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত ।
১২. দিনটা সবার ভালো কাটুক, আগামীর সপ্ন গুলো পুরন হোক, সবার জীবনে শান্তি ফিরে আসুক। *****শুভ সকাল*****
সমস্ত quotes গুলি একসাথে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন
১৩. সকাল হলে সকাল হলে এসো তুমি , শিশির কণা হয়ে .. সন্ধ্যা হলে এসো তুমি , রক্ত জবা হয়ে .. রাত হলে জ্বলো তুমি , জোনাকি হয়ে .. সারা জীবন থেকো তুমি , আমার বন্ধু হয়ে .
- আরও পড়ুনঃ 50+ Best Life Quotes In Bengali
১৪. বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে সকাল সাজে, মেঘের শব্দ কানেতে বাজে। তোমার স্মৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘণ্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহীন, ভবিষ্যৎ হবে রঙ্গিন। আবার এলো সেই বৃষ্টির দিন, সবাইকে জানাই গুড মর্নিং।
১৫. মায়াবী একটা সকাল মায়াবী একটা সকাল, কুয়াশাচ্ছন্ন একটা সূর্য বিশাল একটা আকাশ , এলো মেলো বাতাস, অপরূপ পাখি সুন্দর একটা দিন, তোমাকে জানাই Good Morning
১৬. ভোর হল ভোর হল দোর খোল খুকুমণি ওঠরে, ওই ডাকে জুই সাকে ফুলখুকি ছোটরে। আলসে নয় সে ওঠে রোজ সকালে , রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে।
১৭. জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহবান, জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভাল, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল.
১৮. রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। শুভ সকাল
১৯. কেয়া হয়ে যদি থাক আমার বাগানে। যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল। রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল
২০. মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির, পাখির কলতানে চারিদিক মাতআরা। শুধু তুমি নেই পাশে বন্ধু আমার। শুভ সকাল
২১. আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে, আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে, আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে। তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।
২২. শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটল রাত, জানাই তাকে সুপ্রভাত
২৩. চোখটা একটু খুলে দেখ, বলছি তোমায় ভাল থেকো । সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজ্কের দিন, বলছি তোমায় গুড মর্নিং।
২৪. নতুন দিন শুরু হল, মনটা আমার ভালো হলো। সূর্য মামা উঁকি দিল, পাখিরা সব উড়ে গেল। মা আমাকে বকা দিল, তাইতো আমার ঘুম ভাংলো । -শুপ্রভাত-
২৫. ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।
- আরও পড়ুনঃ 75+ Motivational Quotes In Bengali
২৬. নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক, আকাশে সুর্য, নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভাল। শুভ প্রভাত।
২৭. সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা। সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা। সকাল মানে জীবন থেকে একটি দিন কমা। সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।
২৮. তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
২৯. স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে। কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা। তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। -সুপ্রভাত-
৩০. জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে। রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে, সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ
৩১. গান শোনাল ভোরের পাখি,, এখনও কেউ ঘুমাও নাকি? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোল আঁখি… কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।
সমস্ত quotes গুলি একসাথে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন
উপসংহার
বন্ধুরা, আশা করছি আজকের Best 31+ Awesome Good Morning Quotes In Bengali In 2020 আপনাদের পছন্দ হয়েছে।
কেমন লাগলো আজকের এই Quotes গুলো, আপনার কোনটি প্রিয় ছিল সেটি আপনি কমেন্টে লিখতে ভুলবেন না।
কেমন লাগলো আজকের এই Quotes গুলো, আপনার কোনটি প্রিয় ছিল সেটি আপনি কমেন্টে লিখতে ভুলবেন না।
এরকম আরও ভালো ভালো Quotes পেতে আমাদের সাইটটি (Quotesinbengali.in) ভিজিট করতে থাকুন।
পোস্টটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও কোনও মতামত থাকলে আপনি তা নীচে লিখতে পারেন।
আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে আমরা বিভিন্ন রকম লেখার আপডেট সবার প্রথমে দিয়ে থাকি।
Also Check :
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts please let me know.